কোপা আমেরিকার গ্রুপপর্বে মেক্সিকো ও ইকুয়েডরের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। এতে কপাল পুড়েছে মেক্সিকোর, ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইকুয়েডর। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার বর্তমান ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অ্যারিজোনার ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়ামে দুর্দান্ত লড়াই করেছে মেক্সিকো। পুরো সময়ে শট, বল পজিশন বা কার্ড, সবদিক থেকে চেষ্টা করেছে দলটি। তবে ইকুয়েডরের রক্ষণে চিড় ধরাতে পারেনি জেইমি লোজানোর শিষ্যরা। শেষপর্যন্ত কোনো গোল ছাড়া শেষ করতে হয় ম্যাচ, ফলে গ্রুপ ‘বি’ থেকে নকআউটে পৌঁছে যায় ইকুয়েডর।
গ্রুপপর্বে ‘এ’ এবং ‘বি’ গ্রুপের সবগুলো দল নিজেদের ম্যাচ শেষ করেছে। গ্রুপ ‘এ’ থেকে সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেছে আর্জেন্টিনা, রানার্সআপ হয়েছে কানাডা। গ্রুপ ‘বি’তে সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভেনেজুয়েলা এবং রানার্সআপ হয়েছে ইকুয়েডর।
আর্জেন্টিনা ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ পেয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ ইকুয়েডরকে। ৫ জুলাই কোয়ার্টারের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এনআরজি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।








