এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে ভালো শুরু হয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কানাডাকে হারিয়ে শুভ সূচনার পর আলবিসেলেস্তেরা বুধবার নামছে চিলির বিপক্ষে। তার আগে দারুণ ফুরফুরে মেজাজে আছে লিওনেল মেসির দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়।
চিলির বিপক্ষে নামার আগে দলটির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ‘মেসি ঠিক আছে। স্বাভাবিকভাবে অনুশীলন করেছে এবং খেলার জন্য ফিট আছে। যখন আমরা ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন অনেক মানুষ এসেছিল. যাদের আমি ধন্যবাদ জানাতে চাই।’
আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানাচ্ছে, চিলির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে অ্যাঙ্গেল ডি মারিয়ার বদলে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেসকে। উদ্বোধনী ম্যাচে ডি মারিয়াকে ৬৮ মিনিটে তুলে নেয়া হয়েছিল।
গ্রুপ ‘এ’তে থাকা বিশ্বচ্যাম্পিয়নরা টেবিলের শীর্ষে রয়েছে। এক ম্যাচ খেলে এক জয়ে তাদের পয়েন্ট ৩। এক পয়েন্ট করে পেরু এবং চিলি দুই ও তিনে অবস্থান করছে। কোনো পয়েন্ট ছাড়াই সবার নিচে কানাডার অবস্থান।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিসান্দ্রো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ।








