দলে ছিল না মেসি-ডি মারিয়াসহ নিয়মিত মুখের অনেকেই। তাতে অবশ্য কোনো বেগ পোহাতে হয়নি বিশ্বজয়ী আর্জেন্টিনাকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে আলবিসেলেস্তেরা হারিয়েছে ২-০ গোলে।
সোমবার জাকার্তায় ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন লিয়ান্দ্রো পারেদেস ও ক্রিস্টিয়ান রোমেরো। স্বাগতিক দলটি দুই একবার ঝলক দেখালেও স্পর্শ পায়নি জালের।
ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। শুরু থেকেই আক্রমণে ছিল লিওনেল স্কালোনির দল। সুযোগ এসেছিল বেশ কয়েকবার। তবে প্রথম গোলের দেখা মিলেছিল ৩৮ মিনিটে। ৩০ গজের বেশি দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে জালে বল পাঠান পারেদেস।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পায় ইন্দোনেশিয়া। তবে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত রক্ষণে গোল আদায়ে ব্যর্থ হয় স্বাগতিক দলটি। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও সুযোগ পায় ইন্দোনেশিয়া। সেবারও ব্যর্থ হয়েছেন মার্টিনেজের সেভে। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লো সেলসোর কর্নারে বক্সে লাফিয়ে হেডে গোল আদায় করেন রোমেরো।
পরেও আক্রমণে আধিপত্য ধরে রাখে সফরকারীরা। তবে সুযোগ মিস করায় বাড়েনি গোল ব্যবধান। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।







