এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দলে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাজে আচরণের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দল জার্সিতে ফিরলেন বিশ্বজয়ী। বাদ পড়েছেন পাওলো দিবালা।
বিশ্বকাপ বাছাইয়ে ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর ঘরের মাঠে ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে তিনবারের ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
জায়গা পাননি ইতালিয়ান ক্লাব রোমায় খেলা ফরোয়ার্ড দিবালা। সার্বিক ফর্মের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি ৩০ বর্ষী তারকা। বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস অ্যাকুনাও।
চোট কাটিয়ে ফিরছেন জুভেন্টাস উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ। চোটের আশঙ্কা থাকলেও ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসো জায়গা করে নিয়েছেন। নেতৃত্ব দেবেন যথারীতি কিংবদন্তি লিওনেল মেসি।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ইজিকুয়েল পালাসিও, রদ্রিগো ডে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এনজো ব্যারেনেচিয়া ও নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন কাস্তেলানোস, ফাকুন্দো বুওনানোট ও থিয়াগো আলমাদা।








