সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতায় অবস্থিত লাপাজে খেলতে নামাটাই ছিল চ্যালেঞ্জিং। তার উপর শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই দল সাজানো হয়। প্রতিপক্ষের মাঠে অবশ্য মেসিকে ছাড়াই আধিপত্য দেখিয়ে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ম্যাচের ৩১ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন এনজো ফের্নান্দেজ।
এ জয়ের ফলে ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে লাতিন অঞ্চলের বাছাইয়ে দুই ম্যাচের সবকটিতে জেতা আলবিসেলেস্তেদের পয়েন্ট এখন ৬।
৩৯ মিনিটে রবের্তো ফের্নান্দেজ লাল কার্ড দেখলে বলিভিয়া ১০ জনের দলে পরিণত হয়।
বিরতির আগে ৪২ মিনিটে ডি মারিয়ার সেট পিস থেকে আসা বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস তাগলিয়াফিকো। বদলি খেলোয়াড় হিসেবে নামা এক্সিকুইল পালাসিওসের পাসে বল নিয়ে বাঁ পায়ের শটে ৮৩ মিনিটে বল জালে জড়ান নিকোলাস গঞ্জালেস।
আরেক খেলায় ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরেছে উরুগুয়ে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ভেনেজুয়েলা। চিলি ও কলম্বিয়ার খেলা হয়েছে গোলশুন্য ড্র।








