এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ার বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরে। বৃহস্পতিবার সংগ্রহ করা ২২ বর্ষী বক্সারের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে, জানিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি।
এজেন্সি জানায়, সিনথিয়ার থেকে সংগ্রহ করা নমুনায় মূত্রবর্ধক ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে। ফুরোসেমাইড একটি মাস্কিং এজেন্ট যা শরীরে অন্যান্য ওষুধের উপস্থিতি লুকাতে সক্ষম।
প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না সিনথিয়া। সোমবার মেয়েদের ৬০ কেজি শ্রেণিতে চতুর্থ বাছাই বক্সার হিসেবে রাউন্ড অব সিক্সটিনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
গতবছর আফ্রিকান গেমসে নিজ ইভেন্টে শিরোপা জিতেছিলেন সিনথিয়া। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ।








