স্কোয়াড শক্তিশালী করতে ভালো খেলোয়াড় আনার বিষয়ে বেশ সরব ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। এবার নজর দিয়েছেন আয়াক্সের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির দিকে। তার সঙ্গে ৯৫ মিলিয়ন ইউরোর চুক্তির পথে রেড ডেভিল কর্তৃপক্ষ। আরও ৫ মিলিয়ন ইউরো বোনাসের প্রস্তুতিও সেরে রাখছে ক্লাবটি।
আক্রমণ শক্তিশালী করতে ব্রাজিলিয়ান এ ফুটবলারকে দলে টানতে বেশ আগ্রহী টেন হাগ। ২২ বর্ষী তারকাকে যুক্তরাজ্যের ভিসা দেয়ার প্রক্রিয়া চলছে। ভিসা পেলেই ওল্ড ট্রাফোর্ডে স্বাস্থ্য পরীক্ষা সারতে আসবেন।
এরপর চুক্তি সেরে ফেলবে ইংলিশ জায়ান্টরা। ৪ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ইউনাইটেড জার্সিতে অ্যান্টনির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
অ্যান্টনি ৫ বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তি করবেন। দুপক্ষ রাজি থাকলে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেয়া যাবে। এবারের গ্রীষ্মে লিসান্দ্রো মার্টিনেজ, টাইরেল মালাসিয়া, ক্রিস্টিয়ান এরিকসেন এবং কাসেমিরোর পর পঞ্চম চুক্তি হয়ে রেড ডেভিল ডেরায় আসছেন অ্যান্টনি।
গতবছর আন্তর্জাতিক ফুটবলে পা রাখা অ্যান্টনি ব্রাজিল জার্সিতে ৯ ম্যাচে করেছেন ২ গোল। গত মৌসুমে আয়াক্সের হয়ে ৩৩ ম্যাচে করেছিলেন ১২ গোল। ২০২০ সালে সাও পাওলো থেকে ১৫ মিলিয়ন ইউরোয় ডাচ ক্লাব অ্যায়াক্সে এসেছিলেন।







