ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরে ইসরায়েলের হামলায় অন্তত ৬৫ জন মারা গেছেন। লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ২৭ জন মারা গেছেন।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। দেশটির এ হামলায় লেবাননের নাবাতিয়েহ শহরের মেয়রও নিহত হয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন।
এ নিয়ে ইসরায়েলি হামলায় লেবাননে দুহাজার ২৭৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১১ হাজার ১০৯ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৪০৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শিশু রয়েছেন ১৬ হাজার ৭৬৫ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ হাজার। দেশটির এ হামলায় গাজায় আরও অন্তত ৯৯ হাজার ১৫৩ জন আহত হয়েছেন।
লেবাননে হামলার জবাবে রাতে ইসরায়েলে রকেট হামলাও চালিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, তবে এতে কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের স্থল হামলার জবাবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।







