এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুস্পষ্ট ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশ-জেপিবি‘র নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
বুধবার (৬ আগষ্ট) এক বিবৃতিতে গোলাম সারোয়ার মিলন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, প্রধান উপদেষ্টা আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করায় সৃষ্ট নানা অনিশ্চয়তা ও বহুমুখী শঙ্কা উবে যাবে।
তিনি আরও বলেন, গোটা জাতি এখন নির্বাচনমুখী হবে। যা গণতন্ত্রে উত্তরণের জন্য অপরিহার্য। বিশেষ করে, দেশের তরুণ প্রজন্ম এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারাও মুখিয়ে রয়েছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে।
বিবৃতিতে জেপিবি’র নির্বাহী চেয়ারম্যান বলেন, “নির্বাচনের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণেও গুরুত্ব দিতে হবে সরকার ও রাজনৈতিক দলগুলোকে। কারণ, মনে রাখতে হবে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই ছাত্র-জনতা জীবন দিয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, স্বৈরতন্ত্র ও অপশাসনমুক্ত একটি কল্যানমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই শহীদদের স্বপ্ন। সেখান থেকে কিছুতেই বিচ্যুত হওয়া যাবে না। সে কারণে জেপিবি মনে করে, নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এমন কতগুলো মৌলিক সংস্কার করা উচিত, যাতে বাংলাদেশ আর কখনো চব্বিশের ৫ আগস্টের আগের অপরাজনীতি ও জনবিরোধী শাসন ব্যবস্থায় ফিরে না যায়।”








