এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জিএম কাদের নিজেকে দলীয় চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার নেই। তিনি জিএম কাদেরকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে ভবিষ্যতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তাই জিএম কাদের এখন কেবল সাধারণ সদস্য।
এসময় দলের প্রতীক ‘লাঙ্গল’ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন আনিসুল ইসলাম।
তিনি জানান, দলীয় সব কাগজপত্র ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিশন জাতীয় পার্টিকে তাদের লাঙ্গল প্রতীক বুঝিয়ে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।








