এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৃহস্পতিবার রাতে বার্সেলোনার দুই খেলোয়াড় দানি ওলমো এবং পাও ভিক্টরকে মৌসুমের বাকি সময়টা ক্লাবে থাকার অনুমতি দিয়েছে স্পেনের হাইকোর্ট ফর স্পোর্টস (সিএসডি)। এ সিদ্ধান্তে লা-লিগার কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। যদিও তার দল মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে মোটামুটি তিনটি শিরোপার জন্য লড়াই করছে।
স্পেনের হাইকোর্ট ফর স্পোর্টস (সিএসডি) বৃহস্পতিবার বিকেলে জানায়, দুই খেলোয়াড় আপাতত বার্সেলোনায় থাকছেন। সিএসডির রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় এ জুটিকে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বার্সেলোনা। তবে লা লিগা এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আবেদনের প্রতিবাদ করেছিল এবং বলেছিল দুই খেলোয়াড়ের স্প্যানিশ শীর্ষ লিগে খেলতে দেয়া উচিত নয়।
সিএসডির সিদ্ধান্তে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে কি না এমন প্রশ্নে আনচেলত্তির সরাসরি উত্তর, ‘না, আমার তেমন মনে হয় না। আমরা দারুণ একটি ফাইনালের জন্য খুশি এবং সম্ভাবত আমাদের লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে গেছি। বার্সেলোনার জন্য আমাদের সম্মান রয়েছে। বার্সেলোনা ভালো খেলছে এবং তারা ভালো ছন্দে আছে।’
চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে খেলা প্রসঙ্গে এ ইতালিয়ান কোচ বলেন, ‘আমাদের আশাবাদী হতে হবে। দল ভালো করার চেষ্টা করছে এবং আমরা প্রতিটি শিরোপায় টিকে আছি। আমরা বেশ কাছাকাছি আছি। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এটা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়।’
লা-লিগায় লস ব্লাঙ্কোসরা তিন পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা থেকে এবং আগমী ২৬ এপ্রিল কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে দুদল। দুই প্রতিপক্ষ এখনও চ্যাম্পিয়ন্স লিগেও টিকে আছে এবং প্রতিযোগিতার একপর্যায়ে দেখা হওয়ার সম্ভাবনা আছে তাদের।








