রাশিয়ার শস্যচুক্তি থেকে সরে আসা নিয়ে যা বলেছে যুক্তরাষ্ট্র

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর,ইউক্রেনে উৎপাদিত শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বেক লাফে সারাবিশ্বে খাদ্যের দাম বেড়ে যায়। কারণ, ইউক্রেনে উৎপাদিত খাদ্য শস্য গুলো বন্দরে আটকে ছিল। সারাবিশ্বে খাদ্য সংকট দেখা দিবে বলে ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্য চুক্তি করে রাশিয়া-ইউক্রেন। চুক্তির শর্তমতে, কোনো বাঁধা ছাড়া কৃষ্ণ সাগরের বন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায় ইউক্রেনের শস্য। গত এক বছরে তিন বার এই চুক্তির মেয়াদ বাড়ানো হলেও গতকাল এই চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার এই চুক্তি থেকে সরে আসা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৮ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ইউক্রেন থেকে নিরাপদে শস্য রপ্তানি করার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে “অবিবেচনীয়” বলে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্বের ক্ষুধার্তদের জন্য খাদ্যের দাম বাড়িয়ে দেবে।

এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, “রাশিয়া আজকে খাদ্যকে অস্ত্রশস্ত্রে পরিণত করেছে। রাশিয়ে এই সিদ্ধন্তকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। চুক্তিতি আবার না হলে সারাবিশ্বে খাদ্য পৌঁছান কঠিন হয়ে যাবে যা খাদ্যের দামও বাড়াবে।”

 

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ