লরকান টাকারের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে লিড নিয়েছে আয়ারল্যান্ড। ১০৮ রানের ইনিংস খেলা ডানহাতি ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার ইবাদত হোসেন। শতরানের জুটি ভাঙার পরও স্বস্তিতে নেই স্বাগতিকরা। অ্যান্ডি ম্যাকব্রিনের অপরাজিত ফিফটিতে বড় হচ্ছে আইরিশদের লিড।
এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২৫৬ রান। একশ পেরিয়েছে লিড।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন পড়ন্ত বিকেলে ১৩ রানে আয়ারল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের আশা জাগায় বাংলাদেশ। তৃতীয় দিনে দুই সেশনে বাংলাদেশ তুলতে পারে মোটে দুটি উইকেট।
তৃতীয় সেশনেও একটির বেশি উইকেট নিতে পারেনি সাকিব আল হাসানের দল। দিনের খেলা বাকি আর ১৪ ওভার।
বিজ্ঞাপন