চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সব বড় ক্যানভাসের ছবি, প্রেক্ষাগৃহ নিয়ে বাড়তি চাপ

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৯:০৩ অপরাহ্ন ২৫, মে ২০২৩
বিনোদন
A A

সারাদেশে সবমিলিয়ে চালু থাকা সিনেমা হল সংখ্যা কত সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সিনেমা হল মালিক সমিতি বলছে, গত ঈদে ১৬০টির কাছাকাছি হল ছিল। ঈদের আমেজ শেষ হওয়ায় অনেক সিনেমা হল আবার বন্ধ হয়ে গেছে। সিনেপ্লেক্স ছাড়া এখন চালু আছে একশ’র মতো সিনেমা হল।

বছরজুড়ে সিনেমা হলে দর্শক খরা বিরাজমান। তবে দুই ঈদেই সিনেমা চাঙা হয়ে ওঠে। এ কারণে হয়তো ঈদ এলেই প্রযোজক পরিচালকরা ছবি মুক্তি দিতে হুমড়ি খেয়ে পড়েন। গত রোজার ঈদে এই চিত্র বিরাজমান ছিল। কিন্তু ‘লিডার’ এবং ‘জ্বীন’ ছাড়া অন্য ছবিগুলো তেমন সুবিধা করতে পারেনি!

সংশ্লিষ্টরা বলছেন, এসব সিনেমা প্রদর্শনের জন্য যে পরিমাণ সিনেমা হল দরকার, তা এখন নেই। হল না পাওয়ায় ছবিগুলোর বিপর্যয় ঘটছে।

ঈদুল আজহায়ও মুক্তির তালিকায় উঠে এসেছে একাধিক ছবির নাম। প্রিয়তমা, সুড়ঙ্গ, অন্তর্জাল, প্রহেলিকা, লাল শাড়ি, কাগজের বউ ছবিগুলো নিশ্চিত মুক্তি পাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এর সংশ্লিষ্টরা। মুক্তির সম্ভাবনা আছে ক্যাসিনো, এমআর নাইন, যন্ত্রণা, রিভেঞ্জ, ডেঞ্জার জোন।

‘প্রিয়তমা’র লুকে শাকিব

‘প্রিয়তমা’ শাকিব খানের ছবি। এর পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা’ ফার্স্টলুক প্রকাশের পর সব জায়গা থেকে যে সাড়া পেয়েছি এবং প্রতিদিন দর্শক যেভাবে আগ্রহ প্রকাশ করছেন বিশেষ করে সিনেমা মালিকরাও প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন, আমি মনে করি না হল সংকট ফেইস করতে হবে। সংখ্যায় কত হল পাবে এটা প্রযোজকের সিদ্ধান্ত। তবে আমি চাই, যেখানে প্রদর্শনের ব্যবস্থা ও পরিবেশ ভালো সেখানেই ‘প্রিয়তমা’ চলবে।

ঈদে মুক্তি পেতে যাওয়া আরেক ছবি ‘সুড়ঙ্গ’র মাধ্যমে সিনেমায় অভিষিক্ত হতে যাচ্ছেন আফরান নিশো। পরিচালক রায়হান রাফী মনে করেন, দেশে যতগুলো হল আছে এতে সর্বমোট দুটি ছবি মুক্তি পেলেও হল সংখ্যা কম মনে হতো। তিনি বলেন, অনেকগুলো ছবির মধ্য থেকে যে সিনেমা ভালো হবে দর্শক সেটাই গ্রহণ করবে। হল কম থাকায় কোনটা ভালো সিনেমা সেটা মাউথ পাবলিসিটিতে ছড়িয়ে পড়তে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।

সুড়ঙ্গ ছবিতে জুটিবদ্ধ নিশো ও তমা মির্জা
Reneta

রাফী আরও বলেন, ঢাকার বাইরে সিনেমা হলের পরিবেশ খুব খারাপ। সেখানে ফ্যান লাইট ঠিক নেই, কিন্তু শাকিব খানের সিনেমা দেখবে। এগুলো টিকে আছে শুধু তার জন্য। কারণ এগুলো কমার্শিয়াল ছবির হল, শাকিব খানের সিনেমা হল। আমার ছবি সেখানে উপযুক্ত নয়। একাধিক ছবি আসায় মাল্টিপ্লেক্সে স্ক্রিন নিয়ে কাড়াকাড়ি হবে। আগামী ঈদ নিয়ে আমি খুবই কনফিডেন্ড। কারণ আমার ‘পোড়ামন ২’ এবং ‘পরাণ’ দুটি ছবিই ছিল ঈদের।

‘অন্তর্জাল’র পরিচালক দীপংকর দীপনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘ফিল্ম লাভার’ হিসেবে একাধিক ভালো ছবি মুক্তি পাওয়অকে তিনি ইতিবাচক দিক মনে করেন। বললেন, পরপর একাধিক ভালো ছবির মুক্তিতে প্রতিযোগিতা হচ্ছে, সবাই ভালো ফিল্ম বানানোর চেষ্টা করছেন এটা খুবই অ্যামাজিং বিষয়।

তবে একজন পরিচালক হিসেবে কিছুটা চাপে আছেন উল্লেখ করে ‘ঢাকা আটাক’ খ্যাত দীপন বলেন, অল্প সংখ্যক হলের মধ্যে কতগুলো হল পাবো আর কত মানুষকে দেখাতে পারবো এটা নিয়ে টেনশন আছে। কারণ, ঈদের শুরুতেই শাকিব খানের ছবি সিঙ্গেল স্ক্রিনে সবচেয়ে বেশি সিনেমা হল পাবে। গতবারও তাই দেখেছি, এবারও তাই হবে। যদি ছবি ভালো হয়, ঈদের প্রথম সপ্তাহে মাউথ পাবলিসিটি হলে পরবর্তীতে হয়তো আরও বেশি হল পাবো।

প্রহেলিকা ছবিতে জুটিবদ্ধ মাহফুজ আহমেদ ও বুবলী

‘প্রহেলিকা’র মাধ্যমে দীর্ঘ আট বছর প্রেক্ষাগৃহে আসছেন মাহফুজ আহমেদ। এর পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, মুক্তির প্রথম সপ্তাহে বোঝা যাবে কোন ছবি ভালো। সেটাই পরবর্তীতে এগিয়ে থাকবে। শাকিব খান আমাদের সুপারস্টার, তার ছবি ভালো চলবে এটাই স্বাভাবিক। নিশোর প্রথম ছবি, তাই দর্শকদের আগ্রহ আছে। আবার মাহফুজ অনেক দিন পর সিনেমা করলো এ কারণেও মানুষ দেখবে। তাছাড়া আমার নিজের নারী দর্শকদের একটি বিরাট শ্রেণী আছে।

চয়নিকা বলেন,‘আমি মনে করি গল্প আসল সুপারস্টার। আমি দ্বিতীয় ছবিতে ভুল ত্রুটিগুলো সমাধান করে কাজের চেষ্টা করেছি। যেটা দর্শক ঈদে বুঝতে পারবেন। তবে আমি চাইবো ঈদে যে ছবিগুলো আসবে সবগুলোই যেন দর্শক দেখেন। আমি নিজেও আমার টিম নিয়ে সিনেমা হলে গিয়ে ঈদের সবগুলো দেখবো।’

রোজার ঈদের প্রসঙ্গ তুলে স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, গত ঈদে আট ছবি মুক্তি পেয়েছে। এতগুলো না এলে ইন্ডাস্ট্রির জন্যই ভালো হতো। যেহেতু আমাদের সিনেপ্লেক্স তাই সবদিকে জেনেবুঝে ছবি নিতে হয়। এমনও হয়েছে অন্য ছবিগুলোর সুযোগ দিতে গিয়ে ভালো চলছে এমন ছবির শো কমাতে হয়েছে। আমরা মনে করি, এতগুলো ছবি ঈদে না এসে কয়েক সপ্তাহ পরে আসলেও ভালো হয়। যেমন ‘হাওয়া’ এসেছিল।

দীর্ঘদিন যাবত সিনেমা প্রযোজনা ও পরিবেশনায় সঙ্গে জড়িত জাহিদ হাসান অভি। তিনি বলেন, ঈদে এতো ছবি মুক্তি দেয়ার বিষয়টি ব্যবসার চেয়ে ইগো এবং শো অফের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঈদেই আসতে হবে এটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। একজন পরিবেশক হিসেবে আমি মনে করি, যে হলগুলো আছে এতে সর্বোচ্চ তিন-চারটি ছবি মুক্তি পাওয়া উচিত। এর বেশি ছবি এলে হল কুলায় না এবং দর্শক ভাগাভাগি করে মিস করে ফেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্জালঈদের সিনেমাএমআর নাইনকাগজের বউক্যাসিনোদীপংকর দীপনপ্রহেলিকাপ্রিয়তমাযন্ত্রণারিভেঞ্জলাল শাড়িলিড বিনোদনশাকিব খানসিনেমাসিয়াম আহমেদসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফুটসাল: মেয়েরা চ্যাম্পিয়ন, খালি হাতে ফিরল ছেলেরা

জানুয়ারি ২৭, ২০২৬

বাংলাদেশের সিদ্ধান্তে মন্তব্য করতে চান না সাকলায়েন

জানুয়ারি ২৭, ২০২৬

যাদের নিয়ে সাফ খেলতে যাচ্ছে বাংলাদেশ

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে টানা ৪ বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

জানুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

জানুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT