যমুনা নদী ছোট করার প্রকল্পের নথি চেয়েছেন হাইকোর্ট

যমুনা নদী ছোট করার প্রকল্প সংক্রান্ত সব নথী আগামী ১০ দিনের মধ্যে দাখিল করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া সন্ধ্যা নদী থেকে গুচ্ছগ্রাম অপসারণ এবং সব নদ-নদী দখলমুক্ত রাখতে মনিটরিং টিম গঠনের বিষয়ে ১৮ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে শেষবারের মতো বরিশাল জেলা প্রশাসককে সময় দিয়েছেন আদালত। প্রতিবেদন নিয়ে বারবার সময় চাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বরিশালযমুনা নদীহাইকোর্ট