গুলিবিদ্ধ শিনজো আবে মারা গেছেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। আজ সকালে একটি নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিনজো আবে’র রাজনৈতিক দলের বরাতে রয়টার্স তার মৃত্যুর খবর জানিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শিনজো নারা সিটিতে নির্বাচনী প্রচারণার জন্য ভাষণ দিচ্ছিলেন। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, হত্যার চেষ্টার অভিযোগে নারা সিটিতে ৪১ বছর বয়সী ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়।

জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধশিনজো আবে