রোনালদো-মানে কেন তরবারি হাতে?

কাতার বিশ্বকাপে পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্বজয়ী লিওনেল মেসিকে পরিয়ে দেয়া হয়েছিল আরবের ঐতিহ্যবাহী পোশাক বিসত। সেই পোশাকে দেখা গেল পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। সঙ্গে তার আল নাসের সতীর্থদেরও দেখা গেছে ঐতিহ্যবাহী সেই পোশাকে। ফুটবলের পাশাপাশি রোনালদোদের নিয়ে দেশটির ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরছে সৌদি আরব।

প্রতিবছর ২৩শে সেপ্টেম্বর জাতীয় দিবস পালন করে মধ্যপ্রাচ্যের দেশটি। দিবসটি পালনের জন্য রোনালদো-সাদিও মানেদের নিয়ে ভিডিও তৈরি করেছে আল নাসের। ভিডিওতে তাদের দেখা গেছে ঐতিহ্যের তরবারি হাতে।

খেলোয়াড় এবং স্টাফদের নিয়ে করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে আল নাসের।  শিরোনামে লিখেছে, ‘একই পতাকার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বপ্ন দেখি এবং তা অর্জন করি।’

ভিডিওতে দেখা যায় আবদুল রহমান গারিব ও নাওয়াফ আলাকিদি বাদ্য বাজাচ্ছেন। গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ কফি বানাচ্ছেন ওতাভিওর জন্য। তিনি আবার হেয়ারকাট দিচ্ছেন জাতীয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য। ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা আল নাসরের কোচ লুইস ক্রাস্তোর পোশাকের মাপ নিচ্ছেন। সেনেগালিজ তারকা সাদিও মানে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে তলোয়ার হাতে দাঁড়িয়ে সুর মেলাচ্ছেন। এরপরই আসে চমক।

রোনালদো হাজির হন সৌদি আরবের সেই ঐতিহ্যবাহী বিসত পরে। পর্তুগিজ মহাতারকা গানে সুর মেলানোর পাশাপাশি তলোয়ার হাতে নেতৃত্ব দেন সবাইকে। সঙ্গী হন সতীর্থ আবদুল্লাহ আল খাইবারি, মার্সেলো ব্রোজোভিক ও সুলতান আল ঘানাম।

বিজ্ঞাপন

আল-নাসেরপর্তুগালমানেমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি আরবসৌদি প্রো লিগ