মিয়ামির মেসিতে মুগ্ধ স্কালোনি

লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছেন। মিয়ামিতে বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়কের প্রভাবকে ‘ইতিমধ্যে অসাধারণ’ বলছেন ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতাতে কোচ লিওনেল স্কালোনি।

৪৫ বর্ষী স্কালোনি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের এক ভিডিওতে বলেছেন, ‘এটা ভালো বিষয় যে আমি মেসিকে উৎফুল্ল, খুশি এবং ভালো দেখছি। শেষে আমরা যেটা দেখতে চাই, তা হল তার পরিবার, সতীর্থ এবং সবার সাথে সে ভালো আছে। সুতরাং এটা দুর্দান্ত, সে মাঠে খুশি আছে এবং আনন্দদায়ক ফুটবল উপভোগ করছে।’

‘মিয়ামিতে তার উপস্থিতি ইতিমধ্যে অবিশ্বাস্য এবং তার সতীর্থ-প্রতিপক্ষ উভয়ই বিশেষ কিছু তৈরি করেছে। তাকে সবাই যেভাবে দেখতে চায় তা হল, লিগে খেলার পাশাপাশি দেশের জন্য প্রয়োজনীয় শিরোপা নিয়ে আসবেন। তার উপস্থিতি ইতিমধ্যে অনেকবেশি এবং আমি মনে করি ফুটবল খেলা চালিয়ে যাওয়ার জন্য বেশ যোগ্য।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি পিএসজির সাথে দুবছরের চুক্তি শেষ করে মিয়ামি গেছেন। ক্লাবটির ইতিহাসের প্রথম ও ক্যারিয়ারের ৪৪তম শিরোপা লিগস কাপ জিতেছেন। সর্বোচ্চ ১০ গোল করে আসরসেরা খেলোয়াড় হয়ে মেজর লিগ সকারে অভিষেকে গোলের দেখাও পেয়েছেন।

বিজ্ঞাপন

আর্জেন্টিনাইন্টার মিয়ামিএমএলএসপিএসজিব্যালন ডি”অরমেসিলিগস কাপলিড স্পোর্টসস্কালোনি