জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছে গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোলে বার্নলিকে ৩-০ ব্যবধানে সিটিজেনরা হারিয়েছে।
টার্ফ মুর স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ম্যানসিটি। গোলও পেয়ে যায় শুরুর দিকে। ৪ মিনিটে মধ্যে দলকে এগিয়ে দেন গত মৌসুমের টপ স্কোরার হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার গত মৌসুমে সিটির হয়ে লিগে ৩৬ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি গোল করেছিলেন।
এরপর আক্রমণের ধার বাড়িয়ে প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা আরেকটি গোল পায়। ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের বাড়ানো বলে জোড়া গোল পূর্ণ করেন তারকা ফরোয়ার্ড হালান্ড।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতির পর একই ধারায় খেলতে থাকে পেপ গার্দিওলার দল। ৭৫ মিনিটে রদ্রির গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা মাঠ ছাড়ে।
জয় দিয়ে মৌসুম শুরু করে উচ্ছ্বসিত গার্দিওলা বলেছেন, ‘আমরা ভালো শুরু করেছি। শুরুতে বল পেতে কিছুটা লড়াই করলেও আমরাই ভালো খেলেছি। বল পাস করতে ছেলেদের প্রথমে ভুগতে হয়েছে। যদিও পরে সেটি ঠিক হয়ে যায়।’
বিজ্ঞাপন