সরকার পতনের এক দফা দাবি নিয়ে ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ করছে বিএনপি। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের এ রোডমার্চে ৫ টি পথ সভা হবে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় ভৈরব বাসস্ট্যান্ড থেকে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।
রোডমার্চটি ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর মাঝপথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে তিনটি পথসভা হবে। এরপর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে রোডমার্চ।
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে দলটি।
বিএনপি নেতারা বলছেন, আগামী নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে দলের অবস্থান ও বক্তব্য আরও পরিষ্কার করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও দলের অবস্থান তুলে ধরতেই এই রোডমার্চসহ টানা কর্মসূচি পালন করছে।
বিজ্ঞাপন