বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার কাছাকাছি। বৃষ্টি থামায় আশার আলো জ্বলেছে। তবে সময় নষ্ট হওয়ায় ম্যাচে প্রভাব পড়েছে। খেলা কমে এখন ৪২ ওভারের করে ম্যাচ সামনে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে গড়াবে লড়াই।
বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘের আনাগোনা থাকলেও নামেনি বৃষ্টি। টসের পর শুরু হয়েছিল খেলা। ২২ মিনিট পর নামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সে কারণে বন্ধ হয়ে যায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
বৃষ্টির আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের সংগ্রহ ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান। উইল ইয়াং ৩ ও ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।
খেলা গড়ালেও ফের বৃষ্টি নামার শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার দিনের বাকি সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা আছে।
বিজ্ঞাপন