বাবরদের বিরুদ্ধে এফআইআর করতে চান পাকিস্তানি অভিনেত্রী

এবারের এশিয়া কাপে লক্ষ্য পূরণ হয়নি পাকিস্তানের। সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাবর আজমের দল। এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানি সমর্থকগোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে সমালোচনার। পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি তো আরও এককাঠি এগিয়ে, এফআইআর করতে চান বাবর আজম ও তার দলের বিরুদ্ধে।

নিজের টুইটার হ্যান্ডলে করা পোস্টে শিনওয়ারি লিখেছেন, ‘আমি বাবর আজম এবং তার দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চাই। কারণ এই লোকেরা সবসময় আমাদের জাতীয় অনুভূতি নিয়ে খেলেছে।’

পোস্টটি দিয়ে অবশ্য একটি কন্না-ভেজা চোখের ইমোজিও দিয়েছেন পাকিস্তান অভিনেত্রী। তার পোষ্টের কমেন্ট বক্সে বেশকিছু নেটিজেন মিমের মাধ্যমে পাকিস্তান দলকে উপহাস করেছেন। কেউ কেউ পাশেও দাঁড়িয়েছেন।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘চিল! এটি শুধুমাত্র একটি খেলা! একবার ভাবুন তো বাবর আজম ভারতীয় হলে কতটা মূল্যবান হতেন? নিঃসন্দেহে তিনি খুব ভালো ক্রিকেটার! এমন মন্তব্য থেকে অবশ্যই এড়িয়ে চলতে হবে।’

পাকিস্তানের হায়দরাবাদে জন্ম শিনওয়ারির। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’র মধ্যে দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। শোটি বিপুল জনপ্রিয়তা পায়। যার মধ্য দিয়ে পাকিস্তানে পরিচিতি পান তারকা অভিনেত্রী হিসেবে।

বিজ্ঞাপন

এশিয়া কাপ-২০২৩পাকিস্তানবাবর আজমভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা