‘চীনে প্রতি সপ্তাহে সাড়ে ৬ কোটি মানুষের কোভিড হতে পারে’

আশঙ্কাজনক হারে বাড়ছে চীনে কোভিড আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করছেন, প্রতি সপ্তাহে চীনে কোভিড হতে পারে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এপ্রিল মাস থেকে কোভিডের আশঙ্কাজনক বৃদ্ধির কথা জানিয়েছে, বিশেষ করে কোভিড এর নতুন সাবভেরিয়েন্ট যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। একজন বিশিষ্ট ডাক্তার অনুমান করেছেন, জুনের শেষের দিকে সারা দেশে সপ্তাহে ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি মানুষ সংক্রামিত হতে পারে।

এই সংখ্যাগুলো শূন্য কোভিড নীতির পুনরাবৃত্তিরই ঘোষণা দিচ্ছে। যা ডিসেম্বরে হঠাৎ করে উল্টে দেওয়া হয়েছিল। তবে চীনের কর্মকর্তারা এই ভাইরাসের কড়া নিয়ন্ত্রণ পুনরায় চালু না করে দেশটির সাধারণ জনগণকে সংক্রমণ বৃদ্ধির বিপরীতে প্রস্তুত করার চেষ্টা করছেন।

অভ্যন্তরীণ ভ্রমণের উপর কঠোর নিষেধাজ্ঞা ত্যাগ করার পর থেকে, চীন সরকার দেশটির প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে ঝুঁকছে। দেশটিতে তরুণদের মধ্যে বেকারত্বের হার সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় কোভিডের সংক্রমণ বৃদ্ধি পেলে তা দেশটির রাজনীতিকে চাপের মুখে ফেলবে।

করোনা ভাইরাসকরোনাভাইরাসকোভিডচীন