বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আগামী জুনে এশিয়ায় আসছে। আর্জেন্টিনার স্পোর্টস টিভি চ্যানেল টি-ওয়াইসি দিয়েছে এ খবর।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে বলা হয়েছে, কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আগামী জুনে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সূচির সময় অনুযায়ী দুটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি হবে ১৫ ও ১৯ জুন।
আর্জেন্টিনা ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে এটা নিশ্চিত। তবে ১৫ জুন চীনের বিপক্ষে নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি। কোন মাঠে খেলা হবে সেটিও এখনও নিশ্চিত হয়নি।
২০২৬ বিশ্বকাপের সাউথ আমেরিকান বাছাইপর্ব শুরু হবে সেপ্টেম্বরে। বাছাইয়ে শুরুতে আর্জেন্টিনার খেলা পড়তে পারে ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে।
বিজ্ঞাপন