সিআইপি সম্মাননা পেলেন ইনসেপ্টা ভ্যাকসিনের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে শিল্পমন্ত্রণালয় কর্তৃক শিল্প বিভাগে (মাঝারি) বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা পেয়েছেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন মুক্তাদির।

গতকাল সোমবার (২২ মে) হোটেল ইন্টারকন্টিন্টোলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা স্মারক এবং সিআইপি কার্ড প্রদান করা হয়। সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আক্তার জাহান হাসনিন মুক্তাদির বাংলাদেশের প্রথম জীবনরক্ষাকারী আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লি. এর ভাইস চেয়ারম্যান ও অন্যতম কর্ণধার। মেধা, পেশাদারিত্ব, দূরদর্শীতা ও কর্ম-সৃজনশীলতায় তিনি এক অনন্য ব্যক্তিত্ব। জনস্বাস্থ্য সুরক্ষায় সুদক্ষ নেতৃত্ব দিয়ে তিনি র‌্যাবিস, হেপাটাইটিস-বি, টাইফয়েড, টিটেনাস, জরায়ু মুখের ক্যানসারের ভ্যাকসিনসহ জীবনরক্ষাকারী প্রধান প্রধান ভ্যাকসিনের উৎপাদন ও চাহিদার নিশ্চয়তা তৈরিতে বড় ধরনের ভূমিকা পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতকোত্তর পাশ করার পর আক্তার জাহান হাসনিন মুক্তাদির আশির দশকে ফার্মাসিউটিক্যালস জগতে প্রবেশ করেন এবং নিজের দক্ষতা ও মেধার উন্মেষ ঘটান। দীর্ঘ পথচলায় ২০১১ সালে তিনি নব প্রতিষ্ঠিত ইনসেপ্টা ভ্যাকসিন লি.এর ভাইস চেয়ারম্যান হিসেবে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেন। সেই থেকে তিনি বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে গোটা বাংলাদেশের ভ্যাকসিন সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সিআইপি নির্বাচিত হওয়ায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আক্তার জাহান হাসনিন মুক্তাদিরকে অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইনসেপ্টাসিআইপি সম্মাননা