বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল ৫টায় আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে নামবে বাংলাদেশ ফুটবল দল। খেলাটি ফিফা টায়ারের অন্তর্ভুক্ত। জানিয়ে দেয়া হয়েছে লাল-সবুজের শুরুর একাদশ।
তিনদিন আগে আফগানদের সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচের শুরুর একাদশে আসেনি কোনো পরিবর্তন। চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা আনিসুর রহমান জিকো পোস্টের সামনে বিশ্বস্তপ্রহরী হয়ে দায়িত্ব সামলাবেন।
বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: ইসা ফয়সাল, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারেক কাজী।
মিডফিল্ডার: মোহাম্মাদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মাদ সোহেল রানা।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন।
বিজ্ঞাপন