কানাডায় দুর্বৃত্তের হাতে বাংলাদেশি তরুণ নিহত

কানাডায় দুর্বৃত্তের হাতে শরীফ রহমান নামক একজন মেধাবী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা নিহত হয়েছেন।

কানাডার স্থানীয় সময় (১৭ আগস্ট) বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শরীফ রহমান টরন্টো থেকে ১৯০ কি.মি দূরে ওয়েনসাউন্ডে ডাউন টাউনের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছিলেন “দ্যা কারি হাউজ” রেস্টুরেন্ট । সেখানে কারি হাউজে গত ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে তিনজন লোক তার রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে বসে খাচ্ছিলেন।

সেসময় শরীফ রহমান দোকানে আসলে তারা তাকে আক্রমণ করে। মারাত্মক অবস্থায় তাকে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেয়া হলে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

কানাডাহত্যা