বিষ্ণোই জনগোষ্ঠি। পশ্চিম রাজস্থানের মারওয়ার (যোধপুর) মরুভূমি অঞ্চলে পরিবেশ, গাছ, বন্যপ্রাণীকে ভালোবাসা অনন্য এক জনগোষ্ঠি। বিষ্ণোইরাই বিশ্বের প্রথম কোন জাতি, যারা গাছ এবং প্রকৃতি বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। একজন বা দুজন নয়, ১৭৩০ সালে ৩৬৩ জন বিষ্ণোই প্রাণোৎসর্গ করেন গাছেদের বাঁচাতে। ১৯৯৮ সালে সালমান খানের কৃষ্ণসার হরিন হত্যা মামলা এবং সম্প্রতি সালমান খান হত্যাচেষ্টার পর থেকে বিশ্ববাসীর নজরে আসেন এই বিষ্ণোই সম্প্রদায়। প্রতিবেদক: তন্ময় মাহমুদ
বিজ্ঞাপন