‘সত্তা’ ৪৮টি ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ৭৯টি প্রেক্ষাগৃহে

আজ ৭ এপ্রিল ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে দুটি ছবি। শাকিব খান ও কলকাতার পাওলি দাম অভিনীত বাংলাদেশের ‘সত্তা’ ছবিটি মুক্তি পেয়েছে ৪৮টি প্রেক্ষাগৃহে। পরিচালক হাসিবুর রেজা কল্লোল। আর ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। সাফটা চুক্তির আওতায় এসেছে ছবিটি। এতে অভিনয় করেছেন কলকাতার তারকা নুসরাত ও অঙ্কুশ।

বাংলাদেশের নতুন ছবিটি প্রথম সপ্তাহে যে কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, তার চেয়ে অনেক বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া কলকাতার ছবিটি—এই ব্যাপার নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানা জন নিজেদের মতামত তুলে ধরছেন।

‘হরিপদ ব্যান্ডওয়ালা’ পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এই ছবির বিনিময়ে আজ কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি ‘নগর মাস্তান’। পরিচালক রকিবুল আলম রকিব, ছবিতে অভিনয় করেছেন পরীমনি ও শাহ রিয়াজ। বাংলাদেশে ছবিটি তেমন কোনো ব্যবসা করতে পারেনি।

‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবিতে অংকুশ ও নুসরাত
সত্তা