এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংলিশ ফুটবল লিগের সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে গোলবন্যা হয়েছে। ৭ গোলের ম্যাচে রুবেন আমোরিমের রেড ডেভিলরা হেরেছে এক গোলের ব্যবধানে। টানা দুই ম্যাচে ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে মাঠে না নামালেও সিদ্ধান্তে ভুল ছিল না, মনে করেন ৩৯ বর্ষী আমোরিম।
ঘরের মাঠে ডমিনিক সোলাঙ্কির গোলে এগিয়ে যায় হটস্পাররা। ৪৬ মিনিটে দেজান কুলুসেভস্কি এবং ৫৪ মিনিটে সোলাঙ্কির আরেক গোলে ৩ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৬৩ মিনিটে জসুয়া জিরকজির পর ৭০ মিনিটে আমাদ দিয়ালো গোল করে ব্যবধান কমান। ৮৮ মিনিটে কফিনে শেষ পেরেকটি ঠোকেন স্পারদের সন হিউন মিন। যোগ করা সময়ে জনি ইভান্স গোল করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
ইএফএল কাপে কোয়ার্টারে হেরে বিদায়ের পর আমোরিম বলেছেন, ‘সম্ভবত আমরা বলের পজিশনে এগিয়ে ছিলাম। সব খেলায় আমরা সেরা দল হিসেবে প্রকাশ করতে পারব না, কিন্তু অধিকাংশ ম্যাচেই হয়তো আমরা সেরা দল। মনে হয় আমরা আট মিনিট ম্যাচ থেকে বিচ্ছিন্ন ছিলাম, যা পুনরুত্থান করা কঠিন হয়ে পড়ে। তবে খেলোয়াড়রা ভালোভাবে ফিরে এসেছিল।’
‘আমাদের হাতে জয়ের জন্য সময় ছিল, কিন্তু চতুর্থ গোল হজম করার পর সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। পরিশেষে এটা আমাদের জন্য যথেষ্ট ছিল না এবং আমরা এ আসর থেকে বিদায় নিলাম।’
স্ট্রাইকার র্যাশফোর্ডকে মাঠে না নামানোর বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে দলের জন্য সঠিক সিদ্ধান্তটি নিয়েছি। সুতরাং, এটা কখনই ভুল ছিল না। আমাদের একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। এটা ভুল নয়, কারণ সবসময় দলের জন্য সেরাটা বের করে আনার চেষ্টা করব।’







