গেল অর্থ বছরে ভারতীয় তারকা হিসেবে সর্বোচ্চ আয়কর প্রদান করে তালিকার প্রথমে জায়গা করে নিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। তবে সেই রেকর্ড ভেঙে এবার ভারতের সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন।
২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১২০ কোটি টাকার কর দিলেন অমিতাভ। এবার প্রশ্ন উঠছে, তা হলে কত কোটি টাকা উপার্জন করেছেন যে, এই বিপুল পরিমাণ অর্থ কর দিলেন অভিনেতা?
২০২৪ সালে অমিতাভ একাধিক বিজ্ঞাপন, বড় ব্যানারের ছবিসহ কাজ করেছেন টেলিভিশনেও। ‘কৌন বানেগা ক্রোড়পতি’র গত সিজনের সঞ্চালক ছিলেন তিনি। যারই প্রেক্ষিতে প্রায় ৩৫০ কোটি টাকা আয় করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন তিনি।
এছাড়াও গেল বছর একাধিক জমি, বাড়িতে বিনিয়োগ করেছেন অমিতাভ। মুম্বাইয়ে যেমন একাধিক ফ্ল্যাট কিনেছেন, আবার সম্প্রতি অযোধ্যায় একটি ৫৪ হাজার ৪৫৪ বর্গফুট মাপের জমি কিনেছেন তিনি।
২০২৩ সালে শাহরুখ খান কর দিয়েছিলেন প্রায় ৯২ কোটি। সে বছরই মুক্তি পায় তার তিনটি ছবি। তিনটিই বক্স অফিসে সফল। সে বছর চতুর্থ স্থানে ছিলেন অমিতাভ। তিনি দিয়েছিলেন ৭১ কোটি। এবার শাহরুখ, সালমান, অক্ষয়দের পিছনে ফেলে দিয়েছেন ৮২ বছর বয়সি অভিনেতা।








