ভারতে নিরাপত্তার অভাব দেখিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ। শনিবার বিকেলে আইসিসি বাংলাদেশকে সরিয়ে প্রথমবার ২০ দল নিয়ে হতে হতে যাওয়া আসরে স্কটল্যান্ডকে অর্ন্তভূক্ত করেছে। রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ দলে নিতে চায় বলে বোর্ড পরিচালকরা জানিয়েছিলেন। এই ব্যাপারটিকে ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক ও ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।
রোববার পল্লবী বাউনিয়া বাধ এলাকায় জনসংযোগ চলাকালে সাংবাদিকরা এ সংক্রান্ত প্রশ্ন করেন। সেখানে সাবেক এ অধিনায়ক বলেন, ‘সাকিবের ব্যাপারটি রীতিমত স্ট্যান্ডবাজি। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার মামলাগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব দেশে আসবে। সেখানে কারও কোনো সমস্যা নেই এবং একজন ক্রীড়াবিদন হিসেবে আমি অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান, সেই সেটা দিতে চাই।’
‘সাকিবের মত একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই। ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না। তারা সুদূর প্রসারী ক্রিকেট কূটনীতির মাধ্যমে হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথা যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে, সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না।’
‘কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নেই সাকিবকে ফিরিয়ে আনার। সাকিবের মত একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক আমরা সেটি চাই। কিন্তু সেটি করতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে, আইন অনুসারে করতে হবে।’
শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছিলেন, ‘আমাদের বোর্ডে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানকে সময়মতো পাওয়া, ফিটনেস এবং এক্সেসিবিলিটি আর যেখানে খেলা হবে ওখানে যদি উপস্থিত থাকার মতো অবস্থা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। সাকিব যাতে অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারে, বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’








