শোবিজ অঙ্গনের তিন তারকার মাসহ এ বছর ১২ মাকে ‘গরবিনী মা’ সম্মাননা জানাতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এই আয়োজনের একটি আমন্ত্রণপত্র চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে।
আমন্ত্রণ পত্রের বরাতে জানা যায়, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে বিগত ১১ বছর ধরে বিশ্ব মা দিবসে দেয়া হচ্ছে ‘গরবিনী মা’ সম্মাননা। এ বছর এই সম্মাননা প্রদানের এক যুগ পূর্তি। আর সেই ধারাবাহিকতায় এবার বিভিন্ন ক্ষেত্রে সফল ১২ সন্তানের মাকে সম্মাননা প্রদান করা হবে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ‘গরবিনী মা সম্মাননা ২০২৫’-এ এ বছর সম্মানিত হচ্ছেন বিনোদন অঙ্গনের তিন গুণী সন্তানের মা।
ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আগামী রবিবার (১১ মে) এক বিশেষ আয়োজনে এই সম্মাননা প্রদান করা হবে। বিনোদন অঙ্গন থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা এবং বিশেষ ক্ষেত্রের অদম্য মেধাবী শিক্ষার্থীর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গরবিনী মা-২০২৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী।








