এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনীতে পায়েপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয় সুপারস্টার আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে সন্ধ্যার দিকে উচ্চ আদালত অভিনেতার জামিন মঞ্জুর করেন।
কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে। রাতভর সেখানেই কাটাতে হয় তাকে। এ নিয়েও নাটকীয় পরিস্থিতি দেখা গেছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা সময়মতো জামিনের আদেশ পায়নি এবং তাই সময়মতো অভিনেতার মুক্তির প্রক্রিয়া করতে পারেননি।
তবে আল্লু অর্জুনের আইনজীবীরা এটিকে ‘বেআইনি আটক’ বলে সমালোচনা করেছেন। সঙ্গে তারা ‘আইনি পদক্ষেপ নেবেন’ বলেও হুঁশিয়ারিও দেন।
শনিবার সকালে ছাড়া পান আল্লু অর্জুন। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম বিবৃতি দিয়েছেন আল্লু অর্জুন।
কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় অভিনেতা বলেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’
যদিও পুলিশের কাণ্ডে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন আল্লু অর্জুন। কারণ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করতে এলে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অভিযোগ সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায় পুলিশ। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি পুলিশ!
এদিকে পুরো ঘটনায় রাজনৈতিক গন্ধ পাচ্ছেন অনেকে। এরইমধ্যে তেলেঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেসের এমন সিদ্ধান্ত নিয়ে তোপ দাগতে শুরু করেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক শিবির। যদিও ক্ষমতাসীন দল বলছে, আইন সবার জন্য সমান এবং এটি তার পথে চলবে।








