এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর উৎসবে মেতেছিল এমসি আলজার। তবে সেই উৎসব শোকে পরিণত হয়েছে উদযাপনের সময় এক সমর্থকের মৃত্যুতে।
গত ৫ জুলাই আলজেরিয়ার রাজধানীতে এ ঘটনা ঘটে। লিগে ইএস মোস্তাগানেমের বিপক্ষে গোল শূন্য ড্র করে আলজার। আর তাতেই শিরোপা নিশ্চিত হওয়ার পর উদযাপনের অংশ হতে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। দর্শকদের ভীড় সামলাতে না পেরে গ্যালারির ওপরের স্ট্যান্ডের একটি বেষ্টনি ভেঙে পড়ে। কয়েকজন দর্শকও উপর থেকে নিচে পড়ে যান। তাতে একজন মারা যান এবং আহত হন আরও অনেকে।
এমসি আলজার বিবৃতি দিয়ে এক সমর্থকের মৃত্যুর কথা জানিয়েছে। ইউসুফ আমগৌজি নামের ওই সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে অনেক সমর্থক নিচে পড়ে যান এবং তাতেই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমসি আলজারের খেলোয়াড়, স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তারাও রক্ত দেয়ার জন্য হাসপাতালে ছুটে যান।








