বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী প্রধানের নির্দেশে পর্যবেক্ষণ দল ফেনীর পরশুরাম, টেকনিক্যাল, ফুলগাজী অঞ্চল পরিদর্শন করে। বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পর্যবেক্ষণ দল।







