এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শাহরুখের ক্যারিয়ার অন্য যে কোনো সময়ের চেয়ে ঢের উজ্জ্বল বর্তমান সময়ে। গেল বছর মুক্তি পেয়েছে তার তিনটি ছবি। সবগুলোই দর্শক প্রশংসিত। এরমধ্যে দুটি ছবি দিয়ে বক্স অফিসে আগুন ধরিয়েছেন এই তারকা!
ছবির মতো আইপিএলে নিজের কেনা দল কলকাতা নাইট রাইডার্স দিয়েও এবার স্বপ্ন পূরণ হলো এই তারকার! তারজন্যে অপেক্ষা করতে হয়েছে দশটি বছর! এরআগে সর্বশেষ ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলো তার দল!
রবিবার তৃতীয়বারের মতো আইপিএলের ট্রফি নিলো কেকেআর। অসুস্থ থাকা স্বত্বেও এই সুযোগ হাতছাড়া করেননি এই তারকা। স্ত্রী, সন্তানসহ মাঠে ছিলেন শুরু থেকেই। মুখে মাস্ক ঢেকে খানিক নিস্তেজ এসআরকে-র মুখ বারেবারে ভেসে উঠেছে টিভি স্ক্রিনে। তবে দলের জয় আসতেই মাস্ক খুলে ফেলেন নায়ক।
আবেগে ভেসে মেয়ে সুহানাকে জড়িয়ে ধরেন শাহরুখ খান। সুহানাকে বলতে শোনা গেল, ‘আর ইউ হ্যাপি নাও?’ যেন কোনও বিরাট বোঝা নামল শাহরুখের বুক থেকে! ততক্ষণে হাসিতে উজ্জ্বল সুহানার মুখ।
সুহানার পর শাহরুখকে এসে জড়িয়ে ধরে খুদে আব্রাম। পিছিয়ে থাকলেন না আরিয়ানও। তিন ছেলেমেয়ের সঙ্গে শাহরুখের আলিঙ্গনের মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যালে।
ম্যাচ শেষে কখনও গৌরীকে জড়িয়ে ধরলেন শাহরুখ, আবার কখনও টিভি স্ক্রিনে ছুঁড়ে দিলেন উড়ন্ত চুমু। এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন বাদশাকে।
হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। বললেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’। এদিকে রেমালের তাণ্ডব উপেক্ষা করেই কলকাতার জয়কে ঘিরে উচ্ছ্বাস পশ্চিমবঙ্গ জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন কেকেআর ও এসআরকেকে!








