এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। দুইবারের চ্যাম্পিয়ন চীনের গ্রুপে পড়েছে ছেলেরা আর মেয়েরা পড়েছে জর্ডানের গ্রুপে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে।
মেয়েদের বাছাইপর্বে অংশ নেবে ২৭টি দেশ। ৮ গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে চারটি করে দল এবং ‘ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে রয়েছে তিনটি করে দল।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে এবং জর্ডান। আগামী ১৩-১৭ অক্টোবর পর্যন্ত, আটটি দেশে আটটি ভেন্যুতে। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেবে আগামী বছর চীনে গড়াতে চলা মূলপর্বে।
ছেলেদের বাছাইয়ে ৩৮টি দল ৭ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। চ্যাম্পিয়ন দল পাবে আগামী বছর সৌদি আরবে হতে যাওয়া মূল টুর্নামেন্টে খেলার সুযোগ। ছেলেদের বিভাগে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিক চীন ছাড়া বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা। চলতি বছর ২২-৩০ নভেম্বর চীনে এএফসি বাছাইয়ে অংশ নেবে লাল-সবুজের যুবারা।







