এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে শুরু হয়েছে এই বৈঠক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বৈঠক শেষে জাতির উদ্দেশে বেলা ২.৩০ মিনিটে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা, দেশজুড়ে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি লকডাউন এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে, তার মাঝে প্রধান উপদেষ্টার এই বৈঠক এবং তার পর দেয়া ভাষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।








