রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন। নুসরাত ফারিয়ার আইনজীবী জানিয়েছেন, আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে।







