পশ্চিমবঙ্গের অভিনেতা হিরণ চ্যাটার্জীর দ্বিতীয় বিয়ে নিয়ে ক’দিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তিনি হৃতিকা গিরিকে বিয়ে করে এই আলোচনার জন্ম দেন।
হিরণের স্ত্রী অনিন্দিতা এবং তার মেয়ে নিয়াসা থানায় অভিযোগও দায়ের করেছেন। তারা বলছেন, হিরণ না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। তাই তাদের বিয়ে আইনত অবৈধ।
অন্যদিকে হিরণের সদ্য বিবাহিত স্ত্রী বিয়ের কথা স্বীকার করে সমাজমাধ্যমে ঋতিকা লিখেছেন, “অনিন্দিতাকে বিবাহবিচ্ছেদের আইনি নোটিস আগেই পাঠানো হয়েছে।”
তবে হিরণ আর অনিন্দিতার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া যে সম্পন্ন হয়েছে, সে কথা কোথাও উল্লেখ করেননি দ্বিতীয় স্ত্রী ঋতিকা। তবে তার এই পোস্টটি বেশীক্ষণ স্থায়ী হয়নি। তিনি ২৪ ঘণ্টা না হতেই সেই পোস্টটি মুছে দেন।
বাবার এমন কাণ্ডে গণমাধ্যমের কাছেও মুখ খুলেছেন অভিনেতার ১৯ বছরের মেয়ে। তার কথায়,“আমি আমার বন্ধুদের বাবাদের দেখি, আর আমার বাবাকেও দেখি। কী বলব আর?”
গত মঙ্গলবার দুপুরে ঋতিকার সঙ্গে বিয়ের কিছু মুহূর্তের ছবি ভাগ করে নেন হিরণ। তার পর থেকেই বিতর্ক শুরু। বিকেলের দিকে প্রথম স্ত্রী অনিন্দিতা দাবি করেন, “এই বিয়ে বেআইনি। আমার সঙ্গে ওর বিবাহবিচ্ছেদ হয়নি।”
এত কিছুর পরে হিরণও বিয়ের ছবি মুছে দেন। ইতিমধ্যেই অনিন্দিতা আইনি পদক্ষেপ করেছেন। আইনি প্রক্রিয়া এগোলে বাকিটা জানাবেন বলেছেন তিনি।


