গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে মাসখানেক আগেই বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু আবারও গুরুতর অসুস্থ তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফেসবুকে ভাস্কর তার পোস্টে লেখেন যে, ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তার।’
এমনকি সরকারের সাহায্য ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্যও নিবেদন করলেন ভাস্বর এই পোস্টে লিখেছেন যে, ‘প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তী দা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধা হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’
একই সঙ্গে বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএসএসসি কোডও ভাগ করে নিয়েছেন ভাস্বর। বর্তমানে ‘গীতা এলএলবি’ সিরিয়ালে দেখা যাচ্ছে বাসন্তীকে। যদিও অসুস্থতার কারণে নিয়মিত শুটে উপস্থিত থাকতে পারেন না।
দীর্ঘদিন ধরে নানা রোগে জর্জরিত বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী। তাই নিয়েই তিনি ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করে চলেছিলেন। এরপর ২০২৪ সালের এপ্রিল মাস নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সেই সময় দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। সেই সময়ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই অভিনেত্রীর জন্য অর্থ জোগাড় করেছিলেন। ফেসবুকে আবেদন জানিয়েছিলেন।
মূলত অর্থকষ্টের কারণেই এই বৃদ্ধ বয়সে এসে কাজ চালিয়ে যেতে এক প্রকার বাধ্য বাসন্তী দেবী। একসময় বাংলা ছবির স্বর্ণযুগে দাঁপিয়ে কাজ করেছেন বাসন্তীদেবী। কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও।








