এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও পিপলস লিজিংয়ের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। এছাড়াও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাসের বিরুদ্ধে।
নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ৫০ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। একই দিনে চার্জশিটের অনুমোদন দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের বিরুদ্ধে।
এদিকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
সাবেক অতিরিক্ত সচিবের ৯টি ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের প্রমান মিলেছে বলে জানিয়েছে দুদক।







