এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সামির মিনহাসের দেড়শতাধিক রানের ইনিংসে ভর করে ভারতকে বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় এবং তৃতীয় উইকেট জুটিতে ভারতীয় বোলারদের উপর চড়াও হন পাকিস্তানি ব্যাটাররা। শেষদিকে সুবিধা করতে না পারলেও ৩৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছেন তারা। আসরের সব খেলা সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।
আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv
রোববার দুবাই আইসিসি একাডেমি মাঠে টসে জিতে ফারহান ইউসুফের দলকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করেন মিনহাস-আহমেদ হুসাইনরা।
ব্যাটিংয়ে নেমে ওপেনার হামজা জাহুর করেন ১৪ বলে ১৮ রান। ওসমান খান এবং মিনহাস ৭৯ বলে ৯২ রানের জুটি গড়েন। ওসমান ফেরেন ৪৫ বলে ৩৫ রানে।
পরে হুসাইন এবং মিনহাস ১২৫ বলে ১৩৭ রানের জুটি গড়েন। হুসাইন আউট হন ৭২ বলে ৫৬ করে। মিনহাসের বিধ্বংসী ব্যাটিং থামে ১৭ চার ও ৯ ছয়ে ১১৩ বলে ১৭২ রানে। ফারহান করেন ১৮ বলে ১৯ রান।
ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্র নেন ৩ উইকেট। খিলান প্যাটেল এবং হেনিল প্যাটেল নেন ২টি করে উইকেট। কানশিক চৌহান নেন একটি উইকেট।








