জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রসিকিউশন বলেছেন, ২৫ জনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ।
তবে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, পুলিশের গুলিতে নিহত হননি আবু সাইদ। এ কারণে তাদের মক্কেলরা খালাস পাবেন এই মামলা থেকে।
মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমানসহ ৩০ জন আসামি। তবে গ্রেফতার আছেন ৬ জন।








