এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গত সপ্তাহে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্ভিল প্যাটেল। ত্রিপুরার বিপক্ষে গুজরাটের হয়ে কীর্তিটি গড়েন। উর্ভিলের গড়া রেকর্ডে ভাগ বসালেন অভিষেক শর্মা। ২৮ বলেই সেঞ্চুরি করেছেন ২৪ বর্ষী ভারত ওপেনার।
বৃহস্পতিবার মেঘালয়ের বিপক্ষে পাঞ্জাবের হয়ে ২৮ বলে সেঞ্চুরি করেন অভিষেক। মেঘালয়ের দেয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২৯ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে দলকে যেতান। ইনিংসে ১১টি ছক্কার পাশাপাশি ছিল ৮টি চারের মার।
টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি এটি। এ সংস্করণে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড সাহিল চৌহানের। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন এস্তোনিয়ার ব্যাটার।
এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি করলেন অভিষেক। তিনটি করে সেঞ্চুরি করেছেন উন্মুক্ত চাঁদ, ঋতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ ও শ্রেয়াস আয়ার।








