মনে হচ্ছে কোন যুদ্ধের সিনেমা, যেদিকেই তাকাই শুধু অগ্নিকান্ড। প্রায় ২ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। বলছিলাম মঙ্গলবার ঘটে যাওয়া হাওয়াই এর মাউই দ্বীপের অগ্নিকান্ডের কথা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে প্রায় ৩৫ হাজারের বেশি মানুষের বসবাস। বহু বাড়ি আছে প্রায় ১৭০০ শতকের। এছাড়া ১২ হাজার বাসিন্দার লাহানিয়া শহরটি ঐতিহাসিক। জনপ্রিয় পর্যটনকেন্দ্রও এটি। দেড়শ বছরের পুরনো গাছ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৬০ ফুট উঁচু এই গাছটি ১ একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল। এরকম অগ্নিকাণ্ডের ভয়ে বহু বাসিন্দা সমুদ্রের দিকে ছুটে যান। অনেকে সমুদ্রে ঝাঁপও দেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো শহরের আকাশ। শহরের বাসিন্দাদের কাছে এটি একটি ভৌতিক সিনেমার মতো। সড়কের দুই পাশে গাড়িগুলোতে জ্বলছিল আগুন। রাস্তা, গাড়ি, ঘর, বন-জঙ্গল সাগর পাড়ের নৌকা কোথায় নেই আগুন? নৌকাগুলো থেকে জ্বালানি তেল পড়ে পানিতেও ছড়িয়ে গেছে আগুন। চারিদিকে শুধু বিস্ফোরণের শব্দ।






