হাফিজ রায়হান: জামালপুরে ট্রাকচাপায় হাফিজুর রহমান (৩৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
হাফিজুর রহমান জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর সদরের মেস্টা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, চিকিৎসক হাফিজুর রহমান সকাল ১০ টায় জামালপুর শহর থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন। জয়রামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে আসা একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়েছে।







