চারদিনের ম্যাচের সিরিজ ড্র করলেও শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে স্বাগতিক লঙ্কানদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মোহাম্মদ মিঠুনের দল।
বুধবার হাম্বানটোটার মহেন্দ্র রাজাপাকসে স্টেডিয়ামে প্রথম ব্যাট করে বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াইয়ের পুঁজি জোগাড় করতে পারেনি তারা। ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে হাফসেঞ্চুরির দেখা পাননি কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৩২ রান করেন সাইফ হাসান। নাজমুল হাসান শান্ত ২৪ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ২১ রান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র আফিফ হাসানই (১১) কেবল দুই অঙ্ক স্পর্শ করেন।
শ্রীলঙ্কার হয়ে আশন প্রিয়ঞ্জন একাই নেন চার উইকেট। এছাড়া রমেশ মেন্ডিস ও চামিকা করুনারত্মে দুটি করে উইকেট নেন।
বাংলাদেশ ইনিংসের জবাব দিতে নেমে ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।
আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি ও মেহেদী হাসান রানারা শুরুতে একটি করে উইকেট নিয়ে স্বাগতিকদের কিছুটা বেকায়দায় ফেললেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি। বলের পর ব্যাট হাতেও সফল শ্রীলঙ্কার আশন প্রিয়ঞ্জন। ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি। অপরাজিত ২৪ রান করে প্রিয়ঞ্জনকে যোগ্য সঙ্গ দেন প্রিয়মল পেরেরা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুদলের পরের ম্যাচ ১০ অক্টোবর (বৃহস্পতিবার), একই ভেন্যুতে।