অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান আব্রাম খান জয়কে সবসময় আগলে রাখেন শাকিব খান। শুক্রবার শাকিব-অপু দম্পতির এই সন্তান আব্রামের আট বছর পূর্ণ হলো। জন্মদিনের বিশেষ এই দিনে বাবা মা দুজনের শুভেচ্ছা-ই পেয়েছে আব্রাম।
এ জন্মদিনে বিশেষ সারপ্রাইজ হিসেবে ছিল শাকিবের আরেক সাবেক স্ত্রী বুবলীর সন্তান শেহজাদ খান বীরের শুভেচ্ছা। পাশাপাশি মা হিসেবে অপু বিশ্বাস তার সন্তান আব্রামকে নিয়ে আবেগঘন উইশও করেন।
শাকিব খান তার বড় পুত্র আব্রামের জন্মদিনের শুভেচ্ছায় লিখেছেন, শুভ জন্মদিন আব্রাম। মনে রাখবে, যখনই তোমার প্রয়োজন হবে আমি সবসময় তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি বাবা।
নিজের ফ্যান পেজে শাকিব এই শুভেচ্ছাবার্তা লেখার সঙ্গে সঙ্গে তার অনুসারীরা প্রশংসায় ভাসাতে থাকেন।
ছোট্ট শেহজাদ তার বড়ভাই জয়কে উইশ করে একটি ভিডিও দিয়েছে। যা পোস্ট করা হয়েছে বুবলীর অফিশিয়াল পেজেও। আব্রামকে শুভেচ্ছা জানিয়ে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে জয় ভাইয়া। এনজয় ইয়োর ডে ব্রাদার। আই লাভ ইউ সো মাচ।’
শেহজাদের মুখ থেকে জয়কে নিয়ে এমন উইশে অনেকে যেমন অবাক হয়েছেন, তেমনি খুশিও হয়েছেন নেটিজেনরা।
এছাড়া আব্রামকে উইশ করে দীর্ঘ পোস্ট করে তার মা অপু বিশ্বাস ভালোবাসা জানিয়েছেন বলেছেন, ‘আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প আব্রাম।’








